বিশ্বজুড়ে ইন্টারনেট সাশ্রয়ী করার একটি উদ্যোগ নিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং, মার্কিন সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম এবং আরও চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিশ্বজুড়ে সাশ্রয়ী ইন্টারনেট ব্যবস্থা তৈরির এ উদ্যোগটি নিয়েছেন জাকারবার্গ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্ক জাকারবার্গের প্রকল্পটির নাম হবে ‘ইন্টারনেট ডট ওআরজি’। আজ ২১ আগস্ট কোনো এক সময় এ প্রকল্পটির ঘোষণা দেবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।
মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ইন্টারনেট সুবিধাবঞ্চিত ৫০০ কোটি মানুষের কাছে কম খরচে ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রকল্প হবে ইন্টারনেট অর্গানাইজেশন।
মার্ক জাকারবার্গের ফেসবুকের সঙ্গে এ প্রকল্পে স্যামসাং ও কোয়ালকম ছাড়াও যুক্ত হয়েছে এরিকসন, মিডিয়াটেক, নকিয়া ও অপেরা। এ প্রকল্পের অধীনে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী দামে, উন্নত প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধার স্মার্টফোন তৈরি করবে।
ফেসবুকের সাশ্রয়ী ইন্টারনেট প্রকল্পের আগে গুগল একটি প্রকল্প পরীক্ষামূলক ভাবে চালু করেছে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বেলুনের সাহায্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার এ প্রকল্পের নাম ‘প্রজেক্ট লুন’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।