আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে যুবককে গুলি করে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার চান্দেরপোল গ্রামের মাঠে মফিজুল হক (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী হরিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশের কাছে নিহত মফিজুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। মঙ্গলবার দিনগত মধ্য রাতে কে বা কারা মফিজকে গুলি করে হত্যার পর পাটক্ষেতে ফেলে রেখে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর চান্দেরপোল গ্রামের একটি পাটক্ষেতে মফিজুল হক নামে এক যুবকের গুলিবদ্ধি লাশ পড়েছিল। পুলিশ সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

২০০২ সালে কোটচাঁদপুর উপজেলার ইকড়া গ্রামে মফিজুলের পিতা সিদ্দিককেও হত্যা করেছিল প্রতিপক্ষরা সন্ত্রাসীরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.