সাইমনের প্রেমিকা লরেন সিলভারম্যান অন্তঃসত্ত্বা-- জুলাইয়ে খবরটি প্রকাশ পেলেও এ বিষয়ে বেশ কয়েক সপ্তাহ নিশ্চুপ ছিলেন সাইমন। কিন্তু সম্প্রতি সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর তিনি সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
২০ অগাস্ট বয়ব্যান্ড ওয়ান ডাইরেকশনের সিনেমা ‘ওয়ানডি : দিস ইজ ইউএস’-এর লন্ডন প্রিমিয়ারে প্রথমবারের মতো খবরটি নিশ্চিত করেন সাইমন। বাবা হওয়ার পর সাইমনের ভাষ্য, “বাবা হয়ে আমি খুবই গর্বিত। ”
বিবিসিকে সাইমন বলেন, “আমার জীবনে সবকিছু এখন পাল্টে যাচ্ছে, যা হচ্ছে, ভালোর জন্যই হচ্ছে।
বাবা হয়ে আমি গর্বিত। এটা এমন একটি বিষয়, যা আসলে আমি আগে কখনও ভাবিনি, কিন্তু এখন আমি খুবই আনন্দিত। লরেন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমার জন্য। ”
উল্লেখ্য, নিউ ইয়র্কের বাসিন্দা লরেন সিলভারম্যানের সাবেক স্বামী এন্ড্রু সিলভারম্যান জুলাই মাসে তাদের ১০ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানার জন্য আদালতে আবেদন করেন। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি সাইমনের সঙ্গে তার স্ত্রী লরেনের পরকীয়া সম্পর্ককে দায়ী করেছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।