আমাদের কথা খুঁজে নিন

   

সেলিব্রেটি জোকস


আমার ফেসবুক এ্যাকাউন্টে অনেক গণ্যমান্য লোক ফ্রেন্ড হিসাবে আছে। যেমন:ফেরদৌস ওয়াহিদ। তার সাথে আমার পরিচয় ডাক্তারের চেম্বারে। আমি যে ডাক্তারকে চোখ দেখাই তিনিও সেই ডাক্তারকে চোখ দেখান। কিন্তু ডাক্তার আমার কাছ থেকে ১০ টাকা নিলে তার কাছ থেকে নেন ১০০ টাকা।

ডাক্তার কে জিঞ্জাস করাতে বল্লেন আরে ভাই তার চোখের চিকিৎসা আমাকে করতে হয় তার চোখে সান গ্লাস পরা অবস্থায়। চোখ দেখি আর চোখে অপারেশনই করি সব করতে সান গ্লাস পরা অবস্থায়। উনি বলেছেন টাকা যত লাগে দিবেন কিন্তু চোখ থেকে সান গ্লাস খুলতে পারবেন না। আমার ফ্রেন্ড লিস্টে আশরাফুলও আছে। সম্প্রতি তিনি স্পট ফিক্সিং এ জড়িত থাকার কথা স্বিকার করেছেন।

আমি তার বিরাট ফ্যান । দোষ স্বিকার করার সৎ সাহস কয়জনের আছে। অবিশাস্য ব্যাপার হল তাকে নাকি খারাপ খেলার জন্য টাকা দেওয়া হয়েছে---আশরাফূল তো এমনিতেই খারাপ খেলে । তাকে টাকা দিতে হবে কেন ? তাকে ৩ বার টাকা অফার করা হয়েছিল। ২ বার টাকা পেয়েছেন।

১ বার পান নি---- তাকে ২৫ রান করতে বলা হয়েছিল তিনি সেটা করতে পারেননি। আমার এক প্রতিবেশির কথা বলি। তার নাম টা বলবো না। তার ওয়াইফ এর নাম ইভা রহমান। তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক।

তার ফ্যাশন সেন্স সম্পূ্র্ন ভিন্ন রকম। তিনি এমন জায়গায় প্যান্ট পরেন যে তার গেন্জি পরতে হয় না। ইনফ্যাক্ট তার বেল্টও লাগে না ---বুকের লোম দিয়ে প্যান্ট বেধে রাখেন। আজ এ পর্যন্তই। অন্য কোনদিন আবার দেখা হবে।

সবাইকে ধন্যবাদ। (কমেডিয়ান ইয়ামির কমেডির শ্রুতি লিখন যারা এফ.এম শোনেন না। )
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।