প্রাণী জগতে বৈচিত্র্যের শেষ নেই। নিত্য নতুন গবেষণা আর প্রাণী বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টার পরে খোঁজ মিলছে আরো অদ্ভুত সব প্রাণীর। এবার সবচেয়ে দীর্ঘ পশমের বিড়ালের দেখা মিলল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ বিশ্ব রেকর্ড খেতাব প্রাপ্ত এই বিড়ালের ডাক নাম কর্ণেল মিউ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পশমের অধিকারী এই বিড়ালটিকে নিয়ে এরই মধ্যে ইন্টারনেট দুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিড়ালটিকে দেখতে এবং আলোচনায় যোগ দিতে অনলাইন জগতে রীতিমত হুড়োহুড়ি পড়ে গেছে।
হিমালয়ান পার্সিয়ান জাতের এই বিড়ালটি বিশ্বরেকর্ড করেছে তার সুদীর্ঘ ২২.৮৭ সেন্টিমিটার বা নয় ইঞ্চি পশমের জন্য। আমেরিকার লস অ্যাঞ্জেলসে বসবাসরত অ্যানি ম্যারি এবং এরিক রোজারিও দম্পতির ঘরেই লালনপালন হচ্ছে এই দুই বছর বয়সী বিড়ালটির।
এদিকে কর্ণেল মিউর যত্ন নিতে চেষ্টার কোন ত্রুটি নেই। কর্ণেল মিউ এর গিনেস রেকর্ড বুকে স্থান পাওয়ার বিষয়টি ঘটেছে তার ইন্টারনেট সেনশেসন অবস্থানের কারণে।
রীতিমত বিড়াল সেলিব্রেটি তকমা পেয়ে এই বিড়ালটির নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলও রয়েছে। এসব ভার্চুয়াল মাধ্যমে এখন পর্যন্ত হিট পড়েছে ২ মিলিয়নের উপরে।
বোঝাই যাচ্ছে বিড়ালটির তারকাখ্যাতি নিয়ে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।