আমাদের কথা খুঁজে নিন

   

আপনার নেওয়া স্ক্রিনশট কে আরো প্র্রাণবন্ত করুন ছোট্ট একটি সফট দিয়ে

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

অনেকেই হয়তো জানেন WinSnap দিয়ে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব কথা। এর সবচেয়ে উল্লেখ যোগ্য দিক হলো এটি আপনার হার্ডডিস্কে অনেক কম জায়গা নিবে,কারণ এটি মাত্র ৬৪৩ কেবি সাইজের একটি ছোট সফটওয়্যার। এর উল্লেখ যোগ্য দিক সমূহ : ১.এটি অত্যন্ত ছোট এবং হালকা একটি সফটওয়্যার। ২.এটি অন্যান্য স্ক্রিন সফট থেকে দ্রুত এবং অধিক কার্যকরী।

৩.এর বিভিন্ন ফাংশন,যেমন:ছায়া ছাপ,প্রতিফলন,আবর্তন এবং জলছাপ একে আলাদা বৈশিষ্ট দান করেছে। ৪.এটি প্রায় সব ধরনের ছবির ফরমেট সাপোর্ট করে। ৫.এটির কার্যপ্রণালী অত্যন্ত সহজ। অন্যদের সাথে তুলনা এর ডাউনলোড লিংক: ১.টরেন্ট পোর্টবল ৩.মিডিয়াফায়ার ও অন্যান্য এটি ফ্রি নয় যেহেতু,তাই আপনাকে কিনতে হবে। ভয়ের কিছু নাই এর সমাধান আছে।

এই প্যাচ প্যাচ টি দ্বারা আপনি একে ফুল ভার্সন করতে পারবেন। প্যাচ ইনস্টলের পদ্ধতি: ডাউনলোড করার পর আপনি যেই ড্রাইভে এটি ইনস্টল করেছেন সেই ড্রাইভে গিয়ে প্যাচ টাকে কপি করে নিয়ে আসুন। তারপর Open করে Patch it এ ক্লিক করে ফুল ভার্সনের মজা নিন। এই প্যাচ টি দিয়ে আপনি 3 সিরিজ এর সকল ভার্সনে ব্যবহার করতে পারবেন। ফুলভার্সনের ছবি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.