Click This Link
পুত্রা মসজিদ
পুত্রাজায়ার প্রধান মসজিদ ''পুত্রা মসজিদ''। পুত্রাজায়ার অন্যতম পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মসজিদটি। আমরা জুম্মা পড়ার জন্য এলাম। সাথে পিএসডিসি'র মি.হারজিজি রোসলী। ছোটখাট চেহারার আর দশজন মালয়ীর মতোই দেখতে এই তরুণ কর্মকর্তা।
যতো কাছে আসছিলাম মসজিদটির সৌন্দর্যে অভিভূত হচ্ছিলাম। এর এক পাশে পুত্রা লেক আর অন্য পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মসজিদটি মুসলিম স্থাপত্যের নানা ঐতিহ্যের শৈল্পিক মিশেলে তৈরী। মালয়েশীয়, পারসিয়ান আর আরব স্থাপত্য কলার মেলবন্ধনে স্থানীয় শিল্পকুশলতায় অনিন্দ্য সুন্দর হয়ে উঠেছে মসজিদটি। এর ১১৬ মিটার উঁচু মিনারটি বাগদাদের শেখ ওমর মসজিদের আদলে তৈরী।
এর পাঁচটি ধাপ ইসলামের পাঁচ স্তম্ভের স্মারক।
এর বেসমেন্ট ওয়ালে রয়েছে মরক্কোর বাদশাহ হাসান মসজিদের প্রভাব। গোলাপী গ্রানাইটে নির্মিত ভবনের দরজা ও বিভিন্ন স্থানে কারুকাজ করা আছে। মূল ভবনের কাঠামো দাঁড়িয়ে আছে বারোটি খিলানের ওপর। মাঝখানের গম্বুজটির ব্যাস ৩৬ মিটার, ভুমি থেকে উচ্চতা ২৫০ ফুট।
এই মসজিদে এক সাথে ১০ হাজার লোক ( আরেকটি ডকুমেন্টে দেখলাম ১৫ হাজার) নামাজ আদায় করতে পারে।
বেসমেন্টের অজুখানা খেকে অজু সেরে ভেতরে ঢুকলাম। সত্যি আলিশান ব্যাপার। মেহরাবটি খুব সুন্দর। ক্যালিগ্রাফিতে অলঙ্কৃত।
মিম্বরটি দোতলার সমান উঁচু। ইমাম সাহেব ওপর থেকে খুতবা দিচ্ছিলেন। মসজিদে বিভিন্ন স্থানে এলসিডি মনিটর লাগানো। খুতবার কথাগুলো আরবীতে এবং মালয়ী অনুবাদে স্ক্রীনে ভেসে ওঠে। ইনসেটে ইমাম সাহেবের চেহারা দেখা যায়।
আধুনিক সাউন্ড সিস্টেমের একটা বৈশিষ্ট হলো, শব্দ শোনা যায় ইমাম সাহেবের অবস্থানের দিক থেকে। আমাদের এখানে যেমন আপনার পেছনের সাউন্ডবক্স থেকে শব্দ শুনলে বোঝা যায় শব্দটা পেছন থেকে আসছে।
ইমাম সাহেবের পাঠ খুবই শ্রুতিমধুর লেগেছে। আরবী উচ্চারণেও খুব দক্ষ মনে হলো তাঁকে। জামাতে নামাজের সময় সুরা ফাতিহার পরে আমরা নি:শব্দে ''আমিন'' উচ্চারণ করি।
কিন্তু ওখানে দেখলাম ইমাম সাহেবের নেতৃত্বে সবাই সেটা সজোরে বলেন। আমার সাথেরজন বললেন সালাম নাকি আগে বামে ফিরিয়েছেন। আমি বিষয়টা লক্ষ করিনি। নামাজ শেষে বের হয়ে মসজিদের চারপাশ এবং লেকপারের দিকটি ঘুরে দেখলাম।
নামাজ শেষে সবাই বেরিয়ে যাচ্ছেন
উত্তরের দেয়াল
ঘুরে দেখছেন সবাই
প্রবেশ পথ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এভাবে (অফিস খোলা থাকে শুক্রবারে) সবাই গাড়ী রেখে নামাজে গেছেন ! কয়টা দেশে এটা করা সম্ভব ?
(প্রথম ছবিটি নেট থেকে নেয়া।
বাকীগুলো আমার দুর্বল ফটোগ্রাফির নজির)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।