Click This Link
পেট্রোনাসের পুরান বাড়ী
পেট্রোনাস টুইন টাওয়ারে চেপে এখন তো বিশ্বব্যাপী চেনা নাম। জানার আগ্রহ ছিলো এর আগে কোথায় ছিলো পেট্রোনাস। আমাদের সাথে থাকা এক কর্মকর্তা দেখালেন পেট্রোনাসের পুরান ঘরবাড়ী। এখন সেটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেটাও দেখতে মন্দ ছিলো না।
ফুটবলের সাথের সাদা ভবনটিই পেট্রোনাসের পুরান বাড়ী
নতুন বাড়ীর দুই ভবন
ম্যাকালফ কর্পোরেশ বেরহাড
আমাদেরকে অনেকগুলো কোম্পানীতে নেয়া হয়। কন্সট্রাকশন, ইন্জিনিয়ারিং, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি সেক্টরের। এর মধ্যে একটি বড়ো বেসরকারী প্রতিষ্ঠান ম্যাকালফ কর্পোরেশন বেরহাড। প্লাজা সেনট্রালের ব্লক ৩বি এর লেভেল ১২ তে অফিস। এরা অনেক ব্যবসায় জড়িত।
যেমন-প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ফাইনান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইলেক্ট্রিসিটি পিস্ট্রিবিউশন ইত্যাদি। ম্যাকালফ হচ্ছে মালয়েশিয়ার সব চেয়ে বড়ো আইপিপি। দেশে ৫টি এবং সৌদি আরবে ১টি পাওয়ার প্রজেক্ট আছে। তদুপরি সেন্ট্রাল এরিয়ায় পাওয়ার ডিস্ট্রিবিউশনের দায়িত্বও ওরা পালন করে।
ম্যাকালফের ব্রীফিং
ম্যাকালফে যাবার পর ওদের বিভিন্ন ডকুমেন্ট একটা সুন্দর কাগজের ব্যাগে দিয়েছে।
এটা দেখার পর মাদিনী বললো এটা কি ঝুলা ?
ঝুলা ! ঝুলা !!
আমরা যাবার পর পিএসডিসি ব্যাগের মতো একটা জিনিসে কাগজ কলম দিয়েছে। মাদিনী এটা দেখে খুব হাসছিলো। ওকে বললাম, এটাকে বাংলায় বলে ঝোলা। সে বলে ঝুলা। ওটাকে আর ঝোলা বলানো গেলো না।
এরপর থেকে সবাই এটাকে বলতে শুরু করলো ঝুলা। একক জায়গায় যাই আর ঝোলা ভরা কাগজপত্র পাই। আর সবাই বলবে শুরু করতো ঝুলা ! ঝুলা !! আয়োজকরা ভ্যাবাচ্যাকা খেয়ে যেতো। আর আমরা হাসতাম।
টেবিলে রাখা লাল রঙের ঝুলা !
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।