সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। মুন্নি সাহা :- এই দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলি…সাভার ভবন ধসের ১৭ দিন পর্যন্ত আপনি ধ্বংস্তূপে আটকে ছিলেন..তো আপনার কাপড় এতো ফ্রেশ আর পরিস্কার কেন? রেশমা: -আমি প্রতিদিন ধ্বংস স্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে লন্ড্রি তে কাপড় দিয়ে আসতাম…ওরা পরিস্কার করে রাখত…আবার টাইম মত যায়ে নিয়ে আসতাম! মুন্নি সাহা: – আপনি ১৫ দিন ড্রাই ফুড খেয়ে বেঁচে ছিলেন…এই ড্রাই ফুড কোথায় পেলেন? রেশমা:- লন্ড্রির পাশেই মাহফুয ভাইয়ের দোকান ছিল..ওখান থেকে কিনে এনেছিলাম, নগদে ! মুন্নি সাহা:- ১৭ দিন পর উদ্ধার হলেন, আপনার অনুভূতি কি? রেশমা: ১৭ দিন আমি যেখানে আটকে ছিলাম সেখানে আপনাকে আটকে রাখলে দেশবাসীর যে অনুভূতি হবে সেই রকম অনুভূতি হচ্ছে ! মুন্নি সাহা:- ইয়ে মানে … আচ্ছা আচ্ছা, এম্বুলেন্সে ওঠার আগে, জাতি’র উদ্দেশ্যে কিছু বলে যান। রেশমা:- ১৭ দিন ধরে বসে বসে ভাবলাম, “রাখে আল্লাহ মারে কে” থীওরি যেহেতু কাজ করছে, তাইলে “মারে আল্লাহ রাখে কে” থীওরিও কাজ করবে; সুতরাং “জাতি শান্ত হউন”…চিন্তা NOT! http://www.ctgblog.com/post/1657
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।