ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । লালমাই স্টেশন
সুবর্ণা এক্সপ্রেস
মেয়েটির সাথে ছিল দেখা
এখনো রয়েছে তার রেশ ।
বেশ ক’বছর আগে
কোন এক মেঘলা বিকেলে
হল পরিচয়
ট্রেনের ক্যান্টিনে
চায়ের পেয়ালা হাতে
এক নিরালায় ।
বেশ কিছুক্ষণ থমকে থাকা
যেন অক্ষিপটে
অনেক আগেই ছিল আঁকা
হয়ত মিনিট চারেকের কথা
অবনিতা
এখনো হৃদয়ে আছে গাঁথা ।
স্তুপীকৃত এলোমেলো চুলে
হাওয়ারা দিগবিদিক ভুলে
আলতো করে জড়িয়ে ছিল
শাড়ির আচলে ।
ভাললাগায় মাথা নষ্ট
চেনা পৃথিবী হঠাৎ করেই
ভীষণ আড়ষ্ট ।
তারপর বাকীটা সময়
শুধু তারই ভাবনা
মনের খাতায় কাঁটাকুটি
কত সম্ভাবনা ।
অবনিতা
আমি ভুলিনি তার কথা
এরপর কতবার
সেই ট্রেন সেই স্টেশন
ছিল প্রত্যহ যাতায়াত
প্রতিবারই পেয়েছি
শুধু রিক্ততার স্বাদ ।
হয়তো সে ভুলেই গেছে
মানুষইতো ভুলোমনা
কল্পনারও স্মৃতি থাকে
হয়তো সে জানেওনা ।
আজ
কী জানি সে কোথায় ?
মাঝে মাঝে সকাল সাঝে
তবু খানিকটা ভাবায়
হয়ত ছোট্ট কোন নীড়ে
নিজকে সমর্পণ করে
চেনা পৃথিবী সাজিয়েছে তার
নিজেরই মত করে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।