এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন ।
ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব ।
এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটা রেল স্টেশন ।
(২) কৃষক ও কৃষি ।
(৩) সুনসান সবুজের ভেতর দিয়ে বয়ে চলা রেলপথ ।
(৪) একটি গরু আর অনেকগুলো বক ।
(৫) ঢুমুর ফল, স্বাদ না হলেও খাওয়া চলে ।
(৬) বেগুন ক্ষেত ।
(৭) অনেক তো হলো, এবার একটু জিরিয়ে নেওয়া যাক ।
(৮) মাছ ধরা ।
(৯/১০) রঙিন ঝুড়ি তৈরী করছে, বিভিন্ন মেলায় যার খুব চাহিদা আছে । কুমিল্লার দক্ষিণ সদরের বাগমারা বাজার থেকে তোলা ছবি ।
(১১) কাশফুলের মতো দেখতে ছোট এই ঘাস ফুল গুলো রেল লাইনের পাশে ফুটে আছে, যা দেখতে সত্যিই চমৎকার ।
(১২) আলু ক্ষেত, কৃষকরা লাঙ্গল দিয়ে আলু তুলছে ।
(১৩) হাতি শুরের ফুল ।
(১৪) এক সময় আমরা পৌছে যাই পরবর্তী স্টেশন আলীশহরে ।
(১৫) আপনারে কেউ আলীশহরে আসলে এই বুড়িমার হাতের চা খেতে যেন ভুলবেন না, এখনো সেই চায়ের স্বাদ আমার মুখে লেগে আছে
(১৬/১৭) আলী শহরটা মনে হয় আলুর জন্য বিখ্যাত ।
(১৮) আলীশহর যখন পৌছি তখন শহরের মালিক আমাদের সাথেই ছিল । মানে আমি বলতে চাচ্ছি আমাদের হাটুরে দলে সেদিন আলী নামে একজন ছিলো
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )
পরবর্তি পর্ব হবে ঢাকা টু চিটাগাং - ৩৪ ( আলীশহর )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।