আহত উড়াল
আয় তোর চোখে লিখে দেই রোদের আদর
গভির পূর্ণিমায় বিছিয়ে দেবো তোকে জোৎস্নার চাদর,
তোর চোখের আঙ্গিনায় উড়বে এক ঝাক বালিহাঁস
তাদের ফেলে যাওয়া পালকে তুই স্বপ্ন সাজাস,
তোর চোখ ধুয়ে দেবে শ্রাবণের বারিধারা
সেই জলে ভিজে তুই হো'স মাতোয়ারা,
তোর চোখে সুখ দিবে গোধূলির আলো
ধূলো ওড়া মঠো পথে হবে মন এলোমেলো,
ঘাসের গালিচায় হেঁটে সবুজের মায়া মাখ
সোডিয়াম স্বপ্ন ভুলে নিসর্গের নিভৃতে মন রাখ,
ভুল করে নগরের পথ ভুলে একবার এই পথে আয়
পাখিদের মত আর ফুলেদের মত খাঁটি জীবন সাজাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।