আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে আগামী ২৪ আগস্ট জেলা ও উপজেলায় এবং ২৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে দুই দিনের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
পরিবারতন্ত্রের বেড়াজাল থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কবে মুক্তি পাবে তা এ শতাব্দীতে জানা সম্ভব নয় কিন্তু বিএনপি-র চেয়ারপারসনের ছেলের বিরুদ্ধে সরকারি বিধি-নিষেধের জের ধরে দলীয় কার্যক্রম পরিচালিত হবে এটা কোন রাজনীতি? সে তো বিএনপি-র কোন পদে নেই..!!
এটি যদি শুধুই তাদের কার্যক্রমে সীমিত থাকত তবে আমাদের মাথাব্যথার কোন কারণ থাকত না। কিন্তু এই কার্যক্রমকে ঘিরে চলবে জনসাধরণের নিত্য-নৈমত্তিক সমস্যাবহুল জীবনকে আরো অতিষ্ট করার প্রয়াস।
এ সবকিছুই কি আমাদের চোখমুখ বুজে সহ্য করতে হবে? কতদিন???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।