[উৎসর্গ - ’৭১]
জেনে গেছি আমাদের স্বপ্নের পৃথিবী
পাবোনা কখনো;
আশ্বিনের পূর্ণিমার বাড়তি সৌন্দর্যটুকু
তাই রেখেছি বুক পকেটে,
কাউকে বলিনা, মেঘ বালিকার বলে যাওয়া কথা
রাজার রাজ্যে প্রজারা কি কখনো হয়
বাস্তুভিটার মালিক?
কি লাভ তবে মানুষকে নিরর্থক স্বপ্নের শালিক দেখিয়ে
যেখানে সব শাসকের চেহারা অভিন্ন!
তবু স্বযত্নে শিকেয় তুলে রাখি কিছু কথা, কিছু স্বপ্ন
যদি কখনো ঘুরে দাঁড়ায় আমাদের আগামী অথবা
আগামী প্রজন্ম!
২৬.০৮.০৭
১১ ভাদ্র ১৪১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।