আমাদের কথা খুঁজে নিন

   

আগামীর মুক্তির উৎসব

www.facebook.com/mahamudulhasan.9619 ভ্রমন করা, লেখালেখি করা, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, অনেক বই ও ম্যাগাজিন পড়ি এবং ওয়েবসাইট প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি। স্বাধীনতার যুদ্ধ শেষ মুক্তি পরাধীনতা হতে এখন ভাবি আর একটা মুক্তিযুদ্ধ কবে শুরু হবে অর্থনৈতিক আগামীর মুক্তির জন্য যুদ্ধ। । ঘুমভাঙ্গা চোখে আমি এসব ভাবি তবে তুমি আমার হাত টেনে নিয়ে বলো আর নয় ভাবা ভাবি, আর নয় উদ্বাস্তুর মিছিল, রক্তের হোলি আনন্দ রাজনীতি নয়। আমিও দেখি প্রতিজ্ঞা করি হয়তো হবে আগামীর সবকিছুর মুক্তি যা থেকে দৃঢ়চেতা অঙ্গীকার এসেছে মুক্তিযুদ্ধে।

এই আমরাই বদলাবো দেশের বর্তমান অর্থনীতির সমীকরণে যুক্ত রাজনীতি। যুদ্ধের মেশিনগান থেমেছে শোকের অভিমানী মাতম বুদ্ধিতে স্থির। গন্ধ নিচ্ছি আগামীর এই তোমার ও আমাদের দ্বারা ভালবাসি তোমায় স্বদেশ অতীত ঐতিহ্যের চাদরে হতে যাচ্ছে আগামীর মুক্তি এই চেতনায়। । তোমরা এবং আমি গড়ব তা আলোর ক্ষিপ্ততায়, চল এক্ষুনি নেমে পড়ি এই আগামীর মুক্তির উৎসবে সময়ের শেষ ঘন্টার অদৃশ্য হাত নিশপিশ আঘাত হানার পূর্বেই।

সময় হতে হবে ক্রীতদাস ভালবাসি তোমায় আগামীর মুক্তির প্রয়োজনে স্বদেশ। ১৮। ১১। ০৯  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।