ঠিকানা
সরসিজ আলীম
কাছের মানুষদের দাঁত-নখে ছিন্নভিন্ন হচ্ছি প্রতিনিয়ত,
যেনো আমি খুব অসহায় ভালোবাসার কাছে।
অনেকেই নাইট ক্লাবের সময়টুকুতে, সভা-সমিতি আর
পরনারীর সঙ্গে মিলিত হবার সময়টুকুতেই কেবল
ভালোবাসাকে কুকুরের মতো কাছে কাছে রাখে।
আমি জঙ্গলে যাবার সময় ডাস্টবিনে লুকিয়ে রাখা
আমার ভালোবাসাকে কাঁধে তুলে নিয়ে যাই,
ভালোবাসাকে কাঁধে নিয়ে ঘুরি।
ভালোবাসাকে জঙ্গলের পথ চেনাই, শ্যাওলায় ঢাকা
মাটির বুক আর বাতাসে শ্যাওলার গন্ধ ছুঁতে দিই।
হরেক রঙের পাখিদের সাথে দেখা হ’লেই
শিস দিয়ে ব’লে, ও পাখি ভালোবাসি তোমায়!
ঝরণার জলে ভিজতে দিই, নদীর জলে ভাসিয়ে
সাঁতার শেখাই, বাতাসে মাথা রেখে ভেজা চুল
শুকিয়ে নিই আমরা।
জঙ্গলের মধ্যেকার সবচে’ বড় বৃক্ষটির সবচে’
উচ্চডালটিতে বাদুড়ের মতো ঝুলে থেকে
মুখোমুখি হই আমরা।
আকাশের গায়ে হাত রেখে দেখি, আর পৃথিবীকে
বড্ড আপন ক’রে দেখি; যেখানেই হাত রাখি
শুধুই পিছলে পিছলে যায়।
ঝুলে আছি মাথায় রক্ত উঠে না যাওয়া পর্যন্ত, তারপর
না হয় আমারা সাগরে ভাসতে যাবো!
২০.০৮.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।