ছায়াঘেরা মেঠো পথ
পার হয়ে যদি
পেয়ে যাও বয়ে যাওয়া
নদী নিরবধি।
ঘাটে বাঁধা সারি সারি
ছোট বড় তরী
থেমে যাবে সেখানেতে
সময়ের ঘড়ি।
সাবধানে পার হবে
নেই কোন তাড়া
ঢেউ দেখে হয়োনাকো
যেন দিশাহারা।
ওপারেতে গাছে বসা
ঝাঁকে ঝাঁকে পাখি
স্বাগতম জানাবে
বারে বারে ডাকি।
তারপর পাবে সরু
পথ আঁকাবাঁকা
মনে হবে রং আর
তুলি দিয়ে আঁকা।
সারি সারি গাছ আর
খেত সরিষার
মাঝ পথে গোটা দুই
হবে সাঁকো পার।
খাল ছুঁয়ে সরু পথ
পাশে বাঁশঝার
সাবধানে ছোট পায়ে
হয়ে যেও পার।
ডান পাশে পাবে তুমি
আমাদের বাড়ী
চারিদিকে সুপারীর
গাছ সারি সারি।
সেই নামে ডেকো তুমি
সেই চেনা সুরে
কানে ভেসে আসবেই
থাকি যত দূরে।
শৈশবে দুজনার
মাঝে সে আড়ি
ভুলে যাবো কথা বেল
কোন জন হারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।