ঠিকানা
তোমায় আমি কত খুঁজেছি
ওই যে সেই কোনার টেবিলে
ক্যাফেটেরিয়ার কোনার টেবিলে
হারিয়ে গেলে যেখানে তুমি
সেখান থেকে শুরু করেছি ।
তোমায় আমি কত খুঁজেছি । ।
পুকুর পাড়ে , সিঁড়ির কোণায়
করিডোরে , লাইব্রেরীতে
বইএর পাতায় ,মলাটের মাঝে
এখানে সেখানে খুঁজেছি তোমায় ।
হারিকেন জ্বেলে খুঁজেছি তোমায় ।
মায়ের আঁচল বাবার বুকে
ফুলের কানে ভ্রমরের গানে
পাড়ার মোড়ের চায়ের দোকানে
সেই ভাবিটার কানে কানে ।
অনলাইনে ফেসবুকে
গুগল ইয়াহু ইযালো পেইজে
সংগোপনে সযতনে খুঁজেছি তোমায় ত্রিভূবণে । ।
হঠাত কোন জোছনা রাতে
উদাস দুপুর মধ্যরাতে
একলা জাগি অবাক চোখে
চোখটা এখন মাধবকুন্ড
মাধবকুন্ড নায়েগ্রা ফলস ।
এমনি করেই তোমায ছাড়াই
চলছে জীবন হিসেব মতন ।
জীবন তো নয় শুধুই খোলশ
শুধুই মুখোশ শুধুই ফানুস
কটন ক্যান্ডি রঙিন বেলুন
কোথায় যেন তুষের আগুন । ।
সেদিন, ইয়োগা ক্লাশে সবাসনে
হাত দুখানি উঠলো নড়ে
কানের কাছে চেনা বাতাস
চুলের মাঝে সেই সে আঙুল ।
বন্ধ চোখের পুরোটা জুড়ে আলোর মত উঠলে জ্বলে
তুমি ছিলে এতটা কাছে?
৫ মে , ২০১০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।