আমাদের কথা খুঁজে নিন

   

ঠিকানা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ঠিকানা বলতে গেলে, বলবে তুমি- অনেক কিছু, বলবে রেগে, আর পারিনা- হাঁটতে পিছু। একটু কথা, একটু হাসি- কথায় কথায় ভালবাসি, আর বলোনা, ওসব কথা- শুনলে পরে পায় যে হাসি। বেশতো ছিলে দূরে দূরে, আড়াল ছিল মনের মাঝে, এখন তুমি আমার কাছে, ব্যস্ত ভীষণ হাজার কাজে। সময় স্রোত যাচ্ছে বয়ে- জমছে পলি মন মোহনায়, হাঁটছি দুজন পাশাপাশি, জানিনা কে কোন ঠিকানায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।