প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ওই ভবন ধসে নিহত একশ’ পোশাক কর্মীর পরিবারের সদস্যদের এ সহায়তা দেন তিনি।
সহায়তার প্রথম পর্যায়ে নিহত একশ’ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।
নিহতদের স্বজনদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা আপনজন হারিয়েছেন তাদের সমবেদনা দেয়ার ভাষা আমার জানা নেই। যারা আপনজন হারিয়েছেন তাদের তো আমরা আর আপনজনকে ফেরত দিতে পারবো না।
”
“আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আরো সহায়তা দেয়া হবে। ”
ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদের ঘর নেই তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়ারও আশ্বাস দেন শেখ হাসিনা।
তিনি বলেন, যারা এখনো তাদের প্রিয়জনদের লাশ সনাক্ত করতে পারেননি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ সনাক্ত করে তাদেরও সহায়তা দেয়া হবে।
এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বিদ্যুৎ মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব সংস্থা ও বিভাগের কর্মীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য শেখ হাসিনার হাতে তুলে দেন।
এসময় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।