আমাদের কথা খুঁজে নিন

   

আদালত অবমাননা মামলায় আপোসহীন ও সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের ৬ মাস জেল



আদালত অবমাননার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকাল ৯টায় কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। সোয়া ৯ টায় প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হলে মাহমুদুর রহমান তার গতকালের অসমাপ্ত বক্তব্য সম্পন্ন করেন। তিনি প্রায় ১০ মিনিটের মতো বক্তব্য রাখেন। মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, আমি সত্য তথ্য প্রকাশ করেছি ডকুমেন্টের ভিত্তিতেই।

এতে কোনো আদালত অবমাননা হয়নি। বরং এটর্নি জেনারেল অফিস মিথ্যা তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধেই বরং আদালত অবমাননার মামলা হওয়া উচিত। হঠাৎ করে আপনি সম্পাদক হয়েছেন বিচারকদের এমন এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, অতীতেও অনেকে এভাবে সম্পাদক হয়েছেন। এ প্রসঙ্গে তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক এডভোকেট সালমা ইসলাম, দৈনিক ইনকিলাবের এ এম, এম, বাহাউদ্দীন এবং দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের উদাহরণ তুলে ধরেন।

মাহমুদুর রহমানের বক্তব্যের পর সহকারী এটর্নি জেনারেল এমকে রহমান এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য রাখেন। তাদের বক্তব্য শেষ হলে মাহমুদুর রহমানের পক্ষে সমাপনী বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল হক। উল্লেখ্য, চেম্বার জজ মানে সরকার পক্ষের স্টে শিরোনামে গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাহমুদুর রহমানসহ পত্রিকার ৫জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। ================================================ আদলতের এ রায় মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি চরম আঘাত।

এ রায় আদালতের প্রতি মানুষের অনাস্থা আরো বাড়িয়ে দেবে বলে মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।