স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই নিউইয়র্কে সাংবাদিকের উপর হামলা
নতুনদেশ ডটকম
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সামনেই নিউইয়র্কে লাঞ্ছিত হয়েছেন এনা’র সম্পাদক এবং স্থানীয় সাপ্তাহিক ‘ঠিকানা’র নির্বাহী সম্পাদক লাবলু আনসার । জাতীয় শোকদিবস উপলক্ষে উডসাইডের অনন্ত ঢাকা ক্লাবে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বার্তা সংস্থা এনা’র একটি সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে ওই সভায় তুমুল হট্টগোল হয়েছে। এই অপ্রীতিকর ঘটনার পর পরই সস্ত্রীক দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
জানা গেছে গত ৯ আগষ্ট অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি তার বক্তব্য শেষ করার পর পুনরায় মাইকের সামনে এসে তাকে জড়িয়ে এনার একটি রিপোর্টের সমালোচনা করেন। এনার ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে জাতিসংঘের সামনে মানববন্ধনে না এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনভোজনে অংশ নেন। এনা’র এই রিপোর্টটি তথ্যবহুল নয় এবং বিভ্রান্তিকর দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমিতো বনভোজনে যাইনি। আমি কবরস্থানে গিয়েছিলাম। আমার এক আত্মীয় ২০০৫ সালে দুর্ঘটনাজনিত কারণে আমার দুজন আত্মীয় মারা যান এবং একজন এখনো শয্যাশয়ী।
আমি তাকে দেখয়ে গিয়েছিলাম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এনা’র সম্পাদক লাবলু আনসারের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকের নিজেদের দায়িত্ব। ভবিষ্যতে খবর পরিবেশনে আরো দায়িত্বশীল ও সতর্ক থাকবেন বলে আশা করছি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর অতি উৎসাহী কতিপয় ব্যক্তি এনা’র সম্পাদকের সামনে এসে কেন এই ধরনের রিপোর্ট পরিবেশন করা হয়েছে-প্রশ্ন করে অশোভন ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে আরো কিছু লোক অনুষ্ঠানে ব্যাপক বিশৃংখল পরিস্থিতি তৈরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশের মাটিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলেও তিনি তা নিয়ন্ত্রণের কোনো ধরনের উদ্যোগ নেন নি। বরং তিনি তার স্ত্রীকে নিয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
এ ঘটনার জন্য অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন দেওয়ান সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, যারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে অনুষ্ঠান আয়োজকদের কোনো সম্পর্ক নেই। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই একজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।