বড় বড় বিজ্ঞাপন প্রচার করে, বিভিন্ন ভাবে প্রচারনা চালিয়ে বিভিন্ন হারবাল কোম্পানীগুলো যে মানুষকে প্রতারিত করছে । আমাদের এই জনবহুল শহরে আনাচে কানাচে বড় বড় হারবাল কোম্পানী তাদের প্রতারনার ফাদ পেতে বসে আছে এবং সহজ সরল ও অসহায় মানুষকে তাদের প্রতারানা শিকার বানাচ্ছে। প্রধান প্রধান শহরের বেশির ভাগ ট্রাফিক সিগনালে এক ধরনের বিজ্ঞাপন বিলি করতে দেখা যায় আর তা এই হারবাল চিকিৎসার। বোরকা পড়া মেয়ে বা ছোট ছোট ছেলেরা এই ধরনের বিজ্ঞাপন বিলির কাজে নিয়োজিত। কোন সিগনালে গাড়ি থামলেই এরা গাড়ির জানালা দিয়ে বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপন গাড়ির ভিতরে দিতে থাকে।
এদের বিজ্ঞাপনে যৌন দুর্বলতা, গ্যাষ্ট্রিক, হাপানী ডায়াবেটিক গ্যারান্টি সহকারে ৭ দিনে ভাল করার লোভ দেখানো হয়। সহজ সরল মানুষগুলো এই সব চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারনার শিকার হয়। রকম প্রতারণা ঢাকা শহরে প্রতিনিয়ত হচ্ছে শুধু লোক লজ্জার ভয়ে মানুষ তা নিয়ে কোন রকম অভিযোগ করছেনা। আসলে এটা আমারদের অজ্ঞতা মাত্র। এটা অতি সাধারণ ব্যপার হওয়া উচিত, আমাদের শিক্ষাব্যবস্থায় তা অর্ন্তভুক্ত হওয়া উচিত।
এ ব্যপারে আমাদের সামাজিক ভাবে একটা বাধা আছে যা আসলে থাকা উচিতনা। সব চাইতে বড় কথা আমাদের এই সব প্রতারকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করে তাদের সাহায্য চাইতে হবে। আমরা যদি লোক লজ্জার ভয়ে থানায় অভিযোগ না করি তাহলে আজ আমি কাল আপনি বা আমার আপনার ঘনিষ্ট কেউ হয়তো প্রতারিত হবে। এই সব প্রতারক আসলে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের জিম্মি করে টাকা আদায় করে। এদের ব্যপারে আমাদের সচেতন হতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।