আমাদের কথা খুঁজে নিন

   

আহারে নেতা ভাই, আর কতো খাবি? "চোরাই তেলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার"



ঈশ্বরদী রেলওয়ের লোকো মোটিভ কারখানার ডিপো থেকে তেল চুরির ঘটনায় চোর সিন্ডিকেটের প্রধানকে চোরাই তেলসহ আজ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘদিন ধরে রেলের হাইস্পিড তেল চুরি হয়ে আসছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জামালউদ্দিন (৩৫)। জামালউদ্দিন ঈশ্বরদীর পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, ঈশ্বরদীর থানা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং পাবনার র্যাব সদস্যরা আজ সকাল পাঁচটার দিকে ঈশ্বরদীর পৌর এলাকার শৈলপাড়ায় জামালউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করেন।

এ সময় জামালের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ির পেছনে মাটির গর্ত থেকে পলিথিনে ভর্তি ১৪ বস্তা তেল এবং ক্যানভর্তি ৫০০ লিটার তেল উদ্ধার করা হয়। এ সময় তেল চুরির বিভিন্ন সরঞ্জাম, বাঁশের লাঠি ও একটি বড় তলোয়ার সেখান থেকে উদ্ধার করা হয়। জামাল স্বীকারোক্তিতে জানান, তিনি প্রতিদিন রাতে ঈশ্বরদীর লোকো মোটিভ কারখানা থেকে রেলের তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। পরে জামালউদ্দিনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। ৯ আগস্ট পাবনা জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় রেলের তেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

Click This Link আহারে নেতা ভাই, আর কতো খাবি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।