আমাদের কথা খুঁজে নিন

   

পাটুরিয়া ফেরী ঘাটের সমস্যা নিয় কেউ বলার নেই ....আরিচা মহাসড়কের পথদূর্ঘটনা নিয়ে কোন মিডিয়ার ও মাথাব্যথা কম

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

ঢাকা-আরিচা মহাসড়কের দূর্ঘটনার সংবাদ মিডিয়ায় জায়গা পায় না কেন জানি না .......সত্যিই পায় না । গতকালই দেখলাম......... তা । পাটুরিয়া পার গতে গিয়ে .....জানলাম অনেক জ্যাম সিরিয়াল নেই । সিরিয়াল পাওয়া যাবে ৪০০/৫০০ বেশী দিলে । দিলাম ও সত্যিই ভি আই পি'র মর্যাদা পেলাম ।

এখানে ৮/১০ টি ফেরী চলাচল করে । কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পার বেশীর ভাগ ফেরী গুলো নারায়নগঞ্জে মেরামতের জন্য অবস্থান করে । সে ক্ষেত্রে ২ পাইস কামানোর একটা সুযোগ। একদিন বিরতীর পর (খুলনা থেকে ফিরছিলাম) একই দশা একজন খালাসী কে প্রশ্ন করতেই বললেন মন্ত্রী শাহজাহান সাহেবেরে মাল দেওন লাগে তাই ঘাটে জাম করন লাগে । যা হোক ১৫ তারখি রাত ১০.৩০ মি: আরিচা রোডের শিবালয় এলাকায় দেখলাম জট লেগে আছে রাস্তা বন্ধ।

জানা গেল ২/৩ মানুষ পথদুর্ঘটনার তারা মারা গেছেন । যেখানে ২ জন সচিব কিছুদিন আগে মারা গেছেন তার পাশেই । হঠাত দেখলাম দেশটিভি'র একটা মাইক্রোবাস ধেয়ে চলে গেল , বিশাল দূর্ঘটনাটি এড়িয়ে গেল । না কোন রিপোর্ট কোন চ্যানেলে দেখিনি এমন কী উক্ত টিভি তে নয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.