আমাদের কথা খুঁজে নিন

   

আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে ধন্যবাদ



বাংলাদেশে রমজান মাস এলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, কি পাবে না এটা জানার জন্য সাইকিক অক্টোপাস পলকে আমাদের দরকার হয় না। সূর্য পূর্বদিকে উঠে পশ্চিমে অস্ত যাবার মতোই চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। রোজার মাসে বাজারে সবকিছুর দাম বাড়বে। এদিকে মতাসীন দল আশা দেবে, চিন্তার কোন কারণ নেই। বাজারের অস্থিতিশীল দ্রব্যমূল্য অচিরেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেশের মানুষজন কয়েকবুক আশা নিয়ে বসে থাকবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এর কিছুদিন পরেই লাইম লাইটে চলে আসবে ঈদ। ফলে ঈদ উপল্েয আরেকদফা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু ঈদের আনন্দ আর ছুটিতে বাড়ির ফেরার তাগিদে সবাই সবকিছু ভুলে যাবে।

পরের রমজানে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে। কি অদ্ভুত রকমের ব্যপার, তাই না! রূপকথার সেই গল্পের মতো একই কুমীরের ছানা কোন এক শেয়াল পন্ডিত যেন বারবার দেখিয়ে যাচ্ছে আমাদের। আমরাও বুঝে, না বুঝে শেয়াল পন্ডিতের সেই কাজকর্ম দেখে খুশি মনে হাততালি দিয়ে যাচ্ছি। দূঃস্বপ্ন দেখলে তো শুনেছি ঘুম ভেঙে যায়। জেগে উঠে অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে পারে, যাক এ যাত্রা বেঁচে গেলাম।

সত্যি সত্যি কিছু হয়নি! কিন্তু বাংলাদেশের মানুষ বোধহয় চিরকালের মতো ঘুমিয়ে গেছে। না হলে বারবার এই একই ভয়াবহ দুঃস্বপ্ন দেখার পরেও নিশ্চিন্তে নাক ডেকে ঘুমিয়ে আছে কি করে! গ্রীক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে ধন্যবাদ। ‘সত্যিই সেলুকাস! বড় বিচিত্র এই দেশ। ’ সদূর গ্রীস থেকে এদেশ জয় করতে এসে মহাবীর আলেকজান্ডার বহু আগেই যে সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন, অত্যন্ত দূঃখের বিষয় আমরা সেটা আজও উপলদ্ধি করতে পারিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।