আমার এই লেখার উদ্দেশ্যে কোন শিল্প গোষ্ঠী বা মিডিয়াকে আক্রমন করা নয়। শুধু মাত্র পর্যবেক্ষন করে দেখা যে আমাদের দেশে মিডিয়াগুলোকে কিভাবে এক একটি শিল্পগোষ্ঠী ব্যবহার করছে নিজেদের স্বার্থে.......শত হলেও মিডিয়া তৃতীয় রাষ্ট্র হিসেবে বিবেচিত। আসুন তাহলে দেখি
প্রথম আলো, ডেইলি ষ্টার, রেডিও এবিসি- ট্রান্সকম গ্রুপ
কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ- বসুন্ধরা গ্রুপ
সমকাল- হামীম গ্রুপ (ভূল না করলে বর্তমানে এফবিসিসিআই এর সভাপতির)
যুগান্তর, যমুনা টিভি-যমুনা গ্রুপ (নুরূল ইসলাম বাবুল, সালমা ইসলাম এমপি)
জনকন্ঠ- গ্লোব শিল্প পরিবার
বাংলাদেশ সময়, এসটিভি-স্টামফোর্ড গ্রুপ
ডেসটিনি, বৈশাখী টিভি- ডেসটিনি গ্রুপ
ডেইলি ইন্ডিপেনডেন্ট, ইন্ডিপেনডেন্ট টিভি- বেক্সিমকো গ্রুপ
নয়াদিগন্ত, দিগন্ত টিভি- দিগন্ত গ্রুপ(জামায়াত সমর্থক)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।