গত তিনদিন ধরে ভীষন জ্বরে ভুগছি। প্রথম তো ১০৩ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। এখন কম কিন্তু সারেনি। kapron & Napa খেয়েছি দুদিন। এখন আর খাচ্ছিনা।
ইতমধ্যে জ্বরের ফোসকা ঠোটে আর নাকের ভেতরে ভরে গেছে। ভীষন ব্যথা করছে। জ্বর কমে কমে করেও কমছেনা। আজ সকালে আবার দেখি খুব শীত শীত লাগছে। কিন্তু গতকাল বিকেলের দিকে শরীর গরম হয়ে গেছিল।
ব্যাপারটা কী? ব্লগের ডাক্তাররা কিছু সাহায্য করতে পারেন??
অনেক কষ্টে আছি। আমার এখন কত কাজ,কত স্বপ্ন অথচ জ্বর আমাকে কাবু করে ফেলেছে। অবাক ব্যাপার হচ্ছে আমার দেখাদেখি আমার উনার ও জ্বর হলো।
শরীরের এ যন্ত্রনা মনের উদ্যমকে অসহায় করে দিচ্ছে কিন্তু মনের বেদনা একটু লাঘব করছেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।