আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের আনন্দ সামনে রেখে মহাকবি মাইকেল মেহেদি এই কবিতাটি ব্লগের পাঠকদের উপহার দিতে বিশেষ অনুরোধ করিয়াছেন। জনাবের অনুরোধ রক্ষিত হলো।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

একদা বাল্যকালে মনের ভুলে, খেয়েছি পঁচা সাগু তারপর হইলো যন্ত্রণা কী যে যাতনা দিলাম দৌড়ানি বনে মিলিলাম প্রকৃতির সনে আহাঃ কী আনন্দে হাগু। পাশেই ছিলো বাগু ডাকিলাম ওমোর কাগু লজ্জায় পড়িয়াছি হাগিতে বসিয়াছি ওঠিতে না পারি বাঘের ডরে যদি মোর প্রাণে ধরে কাঁপন বাড়িছে নিঃশ্বাস পড়িছে আহারে সোনার ধন আজি বুজি হইবে পতন। শুনিলাম হুংকার কাঁপে কলিজা বাঘা বুজি কাছে স্টি্রড্রোম স্ট্রিরড্রোম বইয়ের পাতা ছুঁড়িলাম বাঘের তরে। বাঘা পালাইল জীবন বাঁচাইল। কাগু আসিল পরে, বলিল, ওরে হাগু বাপ দেখিছস কী আমার বাঘা কুত্তাডারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.