আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভাবতাম, ভুল ভাবতাম...

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরোবে কাঁটা ডিঙ্গালেই শিশির ভেজা আস্ত গোলাপ আমি ভাবতাম রাত পোহালেই সকাল হবে রোজ জানালা জুড়ে একটা দুটা পাখি থাকবে আলো থাকবে কফির কাঁপে ধোয়া থাকবে তোমার হাতের ছোঁয়া থাকবে আমি ভাবতাম ভালবাসলেই তুমি থাকবে আচল ছুঁতেই এলিয়ে যাবে তৃষ্ণা বুকে কানের কাছে ফিসফিসানি কাব্য হবে বৃষ্টি নেমে সন্ধ্যা হবে রোজ রজনীগন্ধা হবে আমি ভাবতাম কান্না শেষে দুপুর রোদে হাসি থাকবে রাত্রিগুলো জোছনামাখা স্বপ্ন হবে হাতের মুঠোয় হাত থাকবে চোখের কোণায় রাত থাকবে রাত্রি জুড়ে এলোমেলো চুল থাকবে ঠোঁটের ভেতর ইচ্ছে করে ভুল থাকবে আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরোবে। পথের শেষে ঘর থাকবে গ্লাসভর্তি জল থাকবে মন খারাপের প্রহরগুলোয় তোমায় ছুঁয়ে মন থাকবে। এখন দেখি পথ হাঁটলেও পথ থেকে যায় বুকের ভেতর শুন্য কেমন মাতাল হাওয়ায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।