নিজের ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুহি চাওলা। খ্যাতির চূড়ায় থেকে ভাবতেন বলিউড তাকে ছাড়া অচল। ‘গুলাব গ্যাং’ মুক্তির আগে এসব ভাবনার কথা স্বীকার করলেন জুহি চাওলা।
জুহি বলেন, যখন আমরা শীর্ষে থাকি, তখন ঝুঁকি নিতে পারি না। মনে হয় আমি অপরিহার্য, আমাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না।
অল্প বয়স আর সাফল্যে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি এমন দুটো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম যা মুক্তির পর ব্লকবাস্টার হয়েছিল। রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হ্যায়, জুদাইয়ের মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এখন সব অতীত হয়ে গেছে। তাই এখন এসব নিয়ে কথা বলাই যায়।
আমি ভুল থেকে অনেক শিখেছি। এই ছবিগুলোর বেশিরভাগেই দুজন করে অভিনেত্রী ছিল। তাই আমি নাকচ করে দিয়েছিলাম। কারিশমা কাপুরের খ্যাতির জন্য আমি দায়ী, ও সেটা জানেও না।
‘গুলাব গ্যাং’ ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন জুহি।
তবে এখনও চরিত্র বাছাইয়ের ব্যাপারে যথেষ্ট সাবধানী তিনি। বলেন, আমি এখনো অনেক কিছু ভেবে চরিত্র বেছে নেই। তবে ‘গুলাব গ্যাং’ আমার সত্যিই অন্যরকম লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।