আমি সিলেটে থাকি । প্রায়শই মা বনফুল এন্ড কো: এর ফাস্ট ফুড ও বিস্কিট আনেন। (আমি নিজেও বনফুল এর মিষ্টি খাই রেগুলার) মা বিশেষ করে বিস্কিট ই আনেন বেশী । বনফুল চিটিগাং এর একটি বিখ্যাত খাবার ব্র্যান্ড এবং সিলেট, ঢাকা সহ অনেক জায়গায় তাদের শাখা - প্রশাখা বিদ্যমান । গতকাল , ১৫-০৫-২০১৩ এর কথা ।
মা সন্ধ্যার দিকে এই বিস্কিট এর প্যাকেট কিনে আনেন । নিচের ছবিতে দেখুন :
আমি চা দিয়ে খাচ্ছিলাম । হঠাৎ কেন জানি অর্ধেক খাওয়ার পর বিস্কিট এর দিকে তাকালাম । আবিস্কার করলাম খুব সুন্দর একটা মৃত পোকা বিস্কিট এর মাঝে শুয়ে আছে । ঠিক যেন ভালোবেসে আগলে রেখে একে অপরকে ।
দেখুন নিচের ছবিতে :
কি করব খাদ্যে এমন অবস্থা দেখলে বলুন ? পরের দিন তাদের দোকানে মা গিয়ে বলে আসলেন । তারা দু:খ প্রকাশ করা ছাড়া কিছুই করলো না ।
এটা সিলেটের রিকাবী বাজারের বনফুল শাখার কথা বল্লাম ।
ব্লগটা লিখলাম কিছু কারনে :
১। বনফুল এর খাবার ঢালাও ভাবে খাওয়া বন্ধ করেন ।
২। খাদ্য কিছু হলে তাদের ম্যানেজার কে জানান ।
৩। আমি যতদুর জানি তাদের কোয়ালিটি ইন্সপেকশন টিম নেই , আপনার যদি কেউ পারেন এই ব্যাপারে তাদের ভালো একটা শিক্ষা দিতে পারেন ।
৪।
কিছু কিনার আগে একটু সাবধানতা অবলম্বন করুন ।
ধন্যবাদ । সবাই সুস্থ থাকুন , ভালো থাকুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।