কত কাল কত অবহেলা-
কত ব্যাথা বুকে , মনে কত জ্বালা।
কত বন ফুল মোরা,
কত ঝড় বয়ে যায় মাথার উপর-
কত বয়ে যায় খরা।
কত সারা দিন' আমায়-
কত মৌমাছি এসে ছুয়ে ছূয়ে যায়
কত গুন গুন ,
কত হাওয়া দেয় দোল
কত পাখি গায় গান,
কত গুঞ্জন আর-
কত জুনাকি, ভাঙ্গে রাতের আধার।
আমার পরিনতি তবু
ঝরে ঝরে হই কাবু
আমার হয়না স্থান-
সভাসদ টেবিলে ফুলদানি মাঝে কভু।
বুকে টিক টিক করে ভয়
স্রষ্টাই দিল আমার কপালে খরা
আমার পরিনতি অবশেষে'
ঝরে ঝরে হায় পরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।