রমজান মানে জ্বালিয়ে পুড়িয়ে করো সবই ছাড়কার
মনের যত কালিমা আর যা কিছু আধার
রমজানে তুমি পাবে রহমত, বরকত আর নাজাত
চোখের জলে ভেসে যাবে রাত, আসবে নতুন প্রভাত।
বদরের মাস, কদরের মাস, কুরআনের মাস আর
বিজয়ের মাস, শুদ্ধির মাস, মুক্তি মিলবে যার।
রমজান পেল, পেল নাকো ক্ষমা সে যে অভাগা বড়
আর নয় দেরী, দুহাত তুলে আজই শপথ করো।
হাজার মাসের চেয়ে উত্তম, খোদার সেরা দান
কদরের মাস বাড়িয়ে দিয়েছে এ মাসের সম্মান।
সেহরী, ইফতার, তারাবীহ নিয়ে আসে মাহে রমজান
তাকওয়া বাড়ায, সবর করায়, বেড়ে যায় ইমান।
একমাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতর আসে
বিশ্ব মুসলিম এক হয়ে সব আল্লাহর রঙে হাসে
রাজা প্রজা, ধনী গরীব সব ভেদাভেদ ভুলে
প্রভুর ক্ষমা কামনা করে হাত দুখানা তুলে।
নেওয়াজ
২১/৮/০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।