আগামীকাল শুরু হচ্ছে বিকন ফার্মার লেনদেন, ১০০ টাকা তো হওয়া লাগে।
কাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) শুরু হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন।
গত ২০ জুলাই কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ইতিমধ্যে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।
এজন্য গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারী ও ৩ জুলাই পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়।
এ সময়ের মধ্যে মোট ৩ কোটি শেয়ারের জন্য ৯৪০ কোটি টাকার আবেদন জমা পড়ে যা নির্ধারিত শেয়ারের তুলনায় ৩১ গুণেরও বেশি!!!!!!!!!!!!
বিকন ফার্মার বর্তমান পরিশোধিত মূলধন ১৯০ কোটি টাকা। তবে আইপিও প্রক্রিয়া শেষ হলে পরিশোধিত মূলধন ২২০ কোটি টাকায় দাঁড়াবে। ২০০৯ সালের আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ৫ পয়সা ও শেয়ার প্রতি আয় ৩১ পয়সা।
৪টি করে ১ পেয়েছি। মিউচুয়াল ফান্ডের লস এখান থেকে দেখি উঠে কি-না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।