আমাদের কথা খুঁজে নিন

   

মেক্সিকোতে অ্যামোনিয়া গ্যাসে ৯ জনের মৃত্যু

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু ও আরো ৪০ জন আহত হয়েছে।

অ্যামোনিয়া গ্যাসের একটি পাইপলাইন সড়ক শ্রমিকরা দুর্ঘটনাক্রমে ফুটো করে ফেললে এ পরিস্থিতির উদ্ভব ঘটে।

গতকাল বুধবার কর্মকর্তারা জানান, ম্যাটিয়াস রোমেরো ও ব্যারিও সোলেদাদ পৌরসভার কাছে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দেড় হাজার লোককে আশপাশের শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, রাষ্ট্র পরিচালিত জ্বালানি কোম্পানি পেমেক্স ও ওয়াক্সাকা গভর্নমেন্ট মৃতের সত্যতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, পাইপলাইনটি শ্রমিকদের কোদালের আঘাতে  ফুটো হয়ে যায়। এ সময় তারা রাস্তা প্রশস্ত করার কাজ করছিল। পুলিশ ও সেনা সদস্যরা রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।