কবিতা
আমি প্রাণ হয়ে দেখেছি তোমায় নিজের ভিতর
তুমি থাকো জলের রেখায় এক নদীর কুসুম
আমিও ভেঙেছি নিজের পাঁজর কালান্তরে ঘুরে
মানুষ যখন আত্মপক্ষ ঘোরে লড়িছে মরিয়া
তুমি এখন কোথায়
যেখানে মানুষ তার খেয়ালে হারায় মাটি জল বৃক্ষলতা
তুমি কি ভীষণ বিদ্যুৎ চমকিয়া নিভে গেলে
তুমি কি বিক্ষুব্ধ সমুদ্র কোথায় কেমন নিস্তেজ হয়ে গেলে
তুমি কি অবাক আকাশ দারুণ আন্ধারে তলিয়ে গেলে
জানি তুমি এক চিজ আগুন পানিতে একাকার
যখন যেমন পুড়িয়ে ডুবিয়ে করো ছারখার
অতএব এসো আবার এখানে সময়ের ভাষা ভেদ করে
কালের সীমান্ত পার হয়ে এসো ‘আমি’র অহং পুড়ে
লিঙ্গ বর্ণ আমি তুমি সে আর পুরুষী কীলক তুলে
এসো হে অনন্ত প্রেমের দহনে কালের বিরলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।