আমি দিগন্তজ়োড়া শস্যভাণ্ডারে একটি ছোট সরষেদানা মাত্র জানি এই পোষ্ট পড়ার পর অনেক উঁচু মন মানসিকতার লোকজন আমাকে ধিক্কার দিবেন। কিন্তু না বলে পারছিনা।সেই প্রথম সেমিস্টার থেকে সব গুরুত্বপূর্ণ বিষয় গুলাতে আমাদের কে বাঁশ দেওয়া হচ্ছে ।এর দায় ভার কি আমরাই নিব? কেন? আমি শীল স্যার এর প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, উনি কি দেখেন নাই যে বিগত কোন সালেই PL/SQL থেকে এক সেট এর বেশি প্রশ্ন আসে নাই? উনি কি দেখেন নাই যে বিগত কোন সালেই ১ সেট এর বেশি SQL query আসে নাই। কেন মাত্র ২-৩ টি ক্লাস নিলেন Silverchatz এর বই এর ওপর? কেন SQL query এর জন্য ORACLE নামক একটি বই এর রেফারেন্স দিলেন,যেটার থেকে অনেক বেশি ভাল লেখা আছে Silverchatz এর বইতে? কেন PL/SQL পড়ানো হল অর্ধেক এর অ বেশি সেমিস্টার??? গুরু,সেই নার্সারি থেকে শুরু। 1st sem : electrical 2nd sem : JAVA ... 3rd sem : Discrete mathematics. . . . to be continued.... আমি সরাসরি কোন শিক্ষক কে বলতেছি না।আমার অপারগতার কথা বললাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।