আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ সালে রাষ্ট্রিয়ভাবে

আমি বিদ্রোহী

২০১১ সালে রাষ্ট্রিয়ভাবে আদিবাসী দিবস পালনের দাবি রিবেল মনোয়ার সংবিধান সংশোধনী কমিটিতে দু’জন আদিবাসী সদস্যের অন্তর্ভুক্তি ও ২০১১ সালে রাষ্ট্রিয়ভাবে ৯ আগস্ট আদিবাসী দিবস উদযাপনের দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ। গতকাল আদিবাসী দিবস উপলক্ষে শহীদ মিনারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি করা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা)। উদ্বোধন করেন বিচারপতি গোলাম রব্বানী। এতে বক্তব্য রাখেন বিচাপরপতি গোলাম রব্বানী, লেখক আবুল মুকসুদ, কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সংসদ সদস্য হাসানুল হক ইনু, গণফোরামের প্রেসিডেন্ট পঙ্কজ ভট্টাচার্য্য, বেসরকারি সংস্থা নিজেরা করির চেয়ারপার্সন খুশি কবীর, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, মহিলা পরিষদের প্রতিনিধি রাখী ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরেফীন, ডালেম চন্দ্র বর্মন, ড. রহমতউল্লাহ, অধ্যাপক আহসান আলি, নাট্যকার মামুনুর রশীদ, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।

গোলাম রব্বানী উদ্বোধনী ভাষণে বলেন, আদিবাসী-বাঙালি মিলে মহাজাতি হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় এখন। সন্তু লারমা বলেন, আজ ৩৭ কোটি মানুষ এ দিবসটি পালন করছে। সে ধারাবাহিকতায় বাংলাদেশের এ দিবসটি পালিত হচ্ছে। কিন্তু এ জনগোষ্ঠীর আনেক দাবিই পূরণ হয়নি। এখনও আন্দোলন চলছে।

এ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘসহ অন্যান্য সংগঠনকে আমরা অভিনন্দন জানাই। এ দেশে আদিবাসীদের অধিকার ও জীবনধারাকে পরিবর্তনের লক্ষ্যে সরকারের ইতিবাচক ভূমিকা নেই। সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আবুল মুকসুদ আদিবাসী সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক বিপন্নতার উল্লেখ করে বলেন, আদিবাসীদের সমস্যা ও সম্ভাবনা ও অধিকার অর্জনের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করতে হবে। সংবিধান সংশোধনের জন্য যে কমিটি হয়েছে, তাতেও আদিকাসী সদস্য থাকতে হবে।

মেসবাহ কামাল বলেন, রাষ্ট্র অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নতি ঘটাতে পারে। সরকার অঙ্গীকার করেছে আদিবাসীদের অধিকার সংরক্ষণের, তবুও তারা জীবনের প্রতিটি স্তরে বঞ্চিত হচ্ছে। তাদের প্রধান পেশা সহস্রাধিক পান গাছ কেটে ফেলে তাদের নিঃস্ব করা হচ্ছে। যারা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে রয়েছেন তারা চোখ বন্ধ করে রাখলে আদিবাসীদের অধিকার রক্ষা হবে না। খুশি কবির রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, সরকারি পর্যায়ে এখনও নৃ-গোষ্ঠী শব্দের উল্লেখ করা হয়, যা ঠিক নয়।

রোকেয়া কবীর মুক্তিযুদ্ধে আদিবাসীদের রক্তদানকে মহিমান্বিত করার লক্ষ্যে তাদের সাংবিধানিক অধিকার রক্ষার আহ্বান জানান। গতকালের অনুষ্ঠানে ত্রিশটিরও বেশি সংগঠন অংশ নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।