আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়ার কারণে

আমি বিদ্রোহী

পরকীয়ার কারণে নিজ বাড়ি থেকে স্ত্রী বের করে দিয়েছে প্রবাস ফেরত স্বামীকে রিবেল মনোয়ার প্রেমিকের যোগসাজশে অর্থ আÍসাতের পর নিজ বাড়ি থেকে স্ত্রী আছিয়া বের করে দিয়েছে তার প্রবাস ফেরত স্বামী মো. আসুক উদ্দিনকে। গত ১৩ এপ্রিল কাতার থেকে দেশে ফেরার পর প্রবাসী মো. আসুক উদ্দিন তার পাঠানো টাকার হিসাব চাইলে স্ত্রী আছিয়ার আসল রূপ প্রকাশ পায়। তিনি তার প্রেমিকের যোগসাজশে আসুক উদ্দিনকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে ঠাঁই দিয়েছে তার পরকীয়া প্রেমিক আব্দুল করিমকে। গতকাল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী মো. আসুক উদ্দিন। সংবাদ সম্মেলনে আসুক উদ্দিন বলেন, দীর্ঘ ২৩ বছর প্রবাস জীবন কাটিয়েছি কাতারে।

এ সময়ের কষ্টার্জিত ২৮ লাখ টাকা পাঠিয়েছি স্ত্রী আছিয়া বেগম ও শ্যালক আবু সুফিয়ানের নামে। স্ত্রী আছিয়া বেগম পরকীয়া প্রেমিক আব্দুল করিমের যোগসাজশে আমার প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ আÍসাৎ করেছে। তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয়ভাবে শালিস বৈঠক করেও কোনো ফল হয়নি। তারা শালিস বৈঠক মানে না। উপরন্তু আমার বিরুদ্ধে যৌতুকের মামলা দিয়েছে।

এছাড়াও এ ব্যাপারে বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে হুমকী দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এ অপরাধের সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.