আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে মায়ের পরকীয়ার বলি শিশু আদনান

টঙ্গীতে মায়ের পরকীয়ার বলি হয়েছে শিশু আদনান হোসেন আপন (৭)। মায়ের অপকর্ম দেখে ফেলাই কাল হল তার।

আজ আটককৃত আখি আক্তার পুলিশী জিজ্ঞাসাবাদে তার প্রেমিক মিন্টু মিয়া ও তার সহযোগিরা শিশু আদনানকে গলাকেটে হত্যা করে বলে স্বীকার করেন।

নিহতের মা আখি আক্তারের পুলিশের কাছে দেয়া তথ্যে জানা গেছে, এস এম মিন্টু মিয়া নামের এক ব্যক্তির সাথে তার দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। গার্মেন্টকর্মী স্বামীর অবর্তমানে প্রায়ই আখি তার প্রেমিক মিন্টুর সাথে অবৈধ মেলামেশা করতেন।

এরই ধারাবাহিকতায় মাকে একদিন আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আদনান। ঘটনাটি বাবাকে বলে দিবে এ সন্দেহে মায়ের সহযোগিতায় আদনানকে হত্যার পরিকল্পনা করে মিন্টু। ঘটনার কয়েকদিন পর গত ২১ মার্চ সন্ধ্যায় বাসার গেটের বাইরে গেলে আদনানকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকায় মাইকিং করেও না পেয়ে তার পিতা আমিনুল ইসলাম পিন্টু টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং১০৯৪) করেন। পরে ২৩ মার্চ সন্ধ্যায় তাদের বাসার পাশের একটি খালি প্লটে আদনানের গলাকাটা বস্তাবন্ধি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

ওইদিন সন্ধ্যায় নিহতের পিতা বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আজ নিহতের মা আখিঁ আক্তারকে তার মুঠোফোনের কললিষ্টের সূত্রধরে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে আদনানকে হত্যার ঘটনা তিনি স্বীকার করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.