আমার বন্ধুর পরকীয়ার প্রস্তাব সম্পর্কে গতকাল আপনাদের অবগত করেছিলাম। সস্মানিত ব্লগার ভাইয়েরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বিষয়টি সম্পর্কে আমাকে জ্ঞান দিয়ে কৃতজ্ঞ করেছেন। নিজের সামান্য জ্ঞান ও ব্লগার ভাইদের পরামর্শ মোতাবেক বন্ধুকে আমি পরকীয়ার প্রস্তাবটি গ্রহণ না করার জন্য সাধ্য মতো বুঝিয়ে বলেছি। একই সঙ্গে পরকীয়ার কুফল সম্পর্কে তাকে সতর্ক করার চেষ্টা করেছি।
কিন্তু না তাকে বিষয়টি কুফল সম্পর্কে আমি বোঝাতে পেরেছি বলে মনে হয়না।
এটা করতে পারিনি বলে আমি দু:খিত। হয়তো আমার বুঝানোর মধ্যে খুঁত ছিল। নয়তো প্রস্তাবটি সম্পর্কে বন্ধৃুর অনেক বেশি আকর্ষন তৈরি হয়েছে। ফলশ্রুতিতে তার কাছে এখন বাকি সব কিছুই মূল্যহীন।
বন্ধু আমাকে আজ বলেছে গত রাত ১টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কয়েক বারে সে মহিলাটির সঙ্গে দুই ঘন্টার মতো ফোনে কথা বলেছে।
এ সময় মহিলাই বেশি ফোন করেছে। তাদের কথা বলার সময় মহিলার স্বামী বাসায় ছিলেন। তাদের মধ্যে এখন ভাল বন্ধুৃত্ব গড়ে উঠেছে।
কথা বলার সুবিধার জন্য মহিলাটি দুই একদিনের মধ্যেই ল্যাপটপ কিনবে। আর সে ল্যাপটপে তারা উভয়েই স্কাইপিতে কথা বলবে বলেও বন্ধু আমাকে জানায়।
মহিলা আজ টিএসসিতে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও বন্ধুর ব্যস্ততার কারণে করতে পারেনি। মহিলা তার কাছে দেখা করার সময় জানতে চেয়েছে, কিন্তু সে নির্দিষ্ট কোনো সময় এখনো বলেনি।
পুরো বিষয়টি শোনার পর আমি তাকে বলেছি, ঐ পথ থেকে সরে আসার জন্য। প্রত্যুত্তরে সে আমাকে বলেছে, ‘ইটস জাস্ট ফান! বাট নাথিং। ’
আমি তাকে বলেছি, ‘এটা কিন্তু পরকীয়ার পর্যায়ে পড়ে।
আর পরকীয় মানেই ধ্বংসাত্মক ঘটনার জন্ম দেয়। এ ধরনের সম্পর্ক মানুষকে অমানুষে পরিণত করে। ”
উত্তরে সে বলেছে, ‘বন্ধুত্ব আর পরকীয়া এক নয়। বিষয়টি আমি সহ্য করতে পারছিনা বলে অমুলক অনুমান ঝাড়ছি। ”
এভাবেই সিরিয়াস বিষয়টিতে অত্যন্ত হালকাভাবে উড়িয়ে দিয়েছে।
একই ব্যাংকে চাকরিরত আমার অন্য আরেক বন্ধুর কাছ থেকে আমি জেনেছি সে অফিসে আজ দীর্ঘ সময় ধরে কারো সঙ্গে ফোনে ফুরফুরে মেজাজে গল্প করেছে। আজকে তাকে অন্য যে কোনো দিনের চেয়ে হাঁসিখুশি দেখা গেছে। আগে কখনো তাকে অফিসে এমন দেখা যায়নি। (অফিসে ফোন করার বিষয়টি সে কিন্তুু আমাকে জানায়নি। )
সম্পর্কটি কি ক্রমেই গভীর হয়ে যাচ্ছে? আমি জানি না।
আমার মাথায় কিছুই ধরছেনা। আপনারা কিছু অনুমান করতে পারলে বলতে পারেন। তবে কী আমি বন্ধুকে ফেরাতে পারলাম না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।