বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ইউরোপীয় দূতাবাসগুলোতে হামলার হুমকি দিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিখ-ই তালেবান পাঞ্জাব (টিটিপি)। বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টিটিপি নেতা আসমাতুল্লাহ মুয়াবিয়া সম্প্রতি এক বার্তায় মুসলিম তরুণদের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইউরোপীয় দেশগুলোর দূতাবাসে হামলা চালাতে আহ্বান জানান।
এ ক্ষেত্রে তিনি লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে চালানো হামলাকে আদর্শ হিসেবে মানার পরামর্শ দিয়েছেন।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের ‘জেহাদ অ্যান্ড টেরোরিজম মনিটর’ শীর্ষক এক প্রতিবেদনে মুয়াবিয়ার এই আহ্বানের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের ওমর মিডিয়া নামে একটি গণমাধ্যম মুয়াবিয়ার এই জেহাদি ভিডিওটি তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।