আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজুড়ে নিউক্লিয়ার ক্ষেপ্রনাস্র

বিড়ালের দীর্ঘশ্বাসগুলোর বর্ণছটা আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধারী দাবি করে যে তাদের কাছে যে পরিমান ক্ষেপ্রনাস্র আছে তা প্রকাশ্য। অবশ্য তা কতটা বিশ্বাস যোগ্য তা বলা মুশকিল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে কিছু দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পারমাণবিক বোমা। কেননা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই পারমাণবিক ক্ষমতার কারনে নতি স্বীকার করে, যা হিরোশিমা ও নাগাসাকির মত শহরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল প্রায়।

এখন এটা বলা বাহুল্য যে একটা দেশ যখন পারমাণবিক ক্ষমতার অধিকারি হবে তা তাদের সকল দিক দিয়ে উপরে তুলে রাখবে। তা ছাড়া প্রযুক্তির প্রসার বিশেষ করে স্যাটেলাইট স্থাপন, চাঁদে যাওয়ার ব্যপারটা সোভিয়েত আর আমেরকা অনেকটা প্রতিযোগিতার মত করেছে। তবে কিছু তথ্য জানা যায় যে মার্কিন, সোভিয়েত আরও কিছু দেশ যারা পারমাণবিক ক্ষমতার প্রসার করেছিল। তবে সাম্প্রতিক সময়ে এই মেসাইলের সংখ্যা নাকি কমানো হয়েছে। সকল দেশের পক্ষ থেকেই ।

আমরা জানি না বিশ্বের এই শক্তিধর দেশগুল কতটা সত্য কথা বলছে আমাদের। তবে কিছু দাবি করা তথ্য দেখে দেয়া যাক ঃ মার্কিন যুক্তরাষ্ট্রঃ ১৯৪৫ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ২১৫০ টি। এখন তাদের সংরক্ষিত ক্ষেপ্রনাস্রের সংখ্যা ৫৫০০ সোভিয়েত ইউনিয়ন ( বর্তমান রাশিয়া) ঃ ১৯৪৯ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ১৮০০ টি। এখন তাদের সংরক্ষিত ক্ষেপ্রনাস্রের সংখ্যা ৬৭০০। ফ্রান্সঃ ১৯৬০ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ২৯০ টি।

এখন তাদের সংরক্ষিত ক্ষেপ্রনাস্রের সংখ্যা ১০টি। (লুল) ব্রিটেনঃ ১৯৫২ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ১৬০ টি। এখন তাদের সংরক্ষিত ক্ষেপ্রনাস্রের সংখ্যা ৬৫টি। চীনঃ ১৯৬৪ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ২৫০টি। পাকিস্তানঃ ভারতের পারমাণবিক শক্তিবর্ধনের পর পাকিস্তান সরকার তাদের শক্তি বাড়ানোর দিকে মনযোগ দেয়।

১৯৯৪ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ১০০-১২০ টি। ভারতঃ ১৯৭৪ সালে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র ছিল ৯০-১২০ টি। ইস্রাইলঃ বর্তমানে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপ্রনাস্র আছে ৮০ টি। উত্তর কোরিয়া ঃ এখন তাদের সংরক্ষিত ক্ষেপ্রনাস্রের সংখ্যা ৬-৮ টি। রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ সালে পৃথিবীতে প্রায় ৬০,০০০ পারমাণবিক ক্ষেপ্রনাস্র ছিল।

যা বর্তমানে, ১৭২৭০ ( জানুয়ারী ২০১৩) উল্লেখ যে এটা শুধু মাত্র Stockholm International Peace Research Institute (SIPRI) এর রিপোর্ট থেকে পাওয়া তথ্য। আমরা সবাই জানি এর সত্যতা কতটা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.