৯ আগষ্ট সোমবার জামালপুরের বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজের ছাত্ররা খাতেমুন মঈন মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে ফুটবল খেলার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জানাগেছে ৮ আগষ্ট রোববার বেলা এগারোটায় কিয়ামত উল্লাহ সরকারি কলেজের ১ম বর্ষ ও ২য় বর্ষের ছাত্রদের ফুটবল খেলার জন্য স্থানীয় ২টি মাঠ অতিক্রম করে দু’কিলোমিটার দূরে খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ মাঠে খেলতে যায়। ওই সময় খাতেমুন মঈন মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের কাছে খেলার অনুমতি চায়। অনুমতি না পেয়ে ছাত্ররা জোড় পূর্বক ওই মাঠে খেলতে চায়। এই নিয়ে মহিলা কলেজের শিক্ষক এবং ছাত্রদের মাঝে কথাকাটি হয়।
কিয়ামত উল্লাহ কলেজের ২য় বর্ষের ছাত্র তপন জানায় মহিলা কলেজের অধ্যক্ষ ছাত্রদেরকে অশ্লিল ভাষায় গালিগালাজ ও তাকে মারধর করেছে।
এ ঘটনার প্রতিবাদে ৯ আগষ্ট সোমবার বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষার্থীরা মহিলা কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমানে বিক্ষোভ প্রদর্শন করে।
অপরদিকে এই খবরে খাতেমুন মঈন মহিলা কলেজের ছাত্রীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তারা তাৎক্ষনিক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।
এই রির্পোট লেখা পর্যন্ত দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।