পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ......
...নাম খালেদা। জামালপুর জেলা সদরের টিক্কাপট্টির ২৩ বছরের এ যুবতী পৌর শহরে প্রায় ৪ বছর ধরে রিকশা চালিয়ে বাঁচিয়ে রেখেছে ৩ সদস্যের পরিবার
•••মানসিক বিকারগ্রস্থ বিধবা মা মিনারা বেগম, সে ও তার ২ বছরের সন্তানের মুখে দু’বেলা আহার জুটাতে বেছে নিয়েছে নারীরজন্য কঠিনতম এ পেশা•••
জামালপুরের কেউ যদি এই ব্লগ টি দেখে থাকেন তবে দয়া করে এই মহিলা খুজে পেতে সাহায্য করুন প্লিজ। এই দুঃখিনী মহিলাকে নিয়ে ফেসবুক এ একটা পোস্ট দেবার পরে একটা organaization এই মহিলা সাহায্য করতে রাজি হয়েছে। টাই কেউ যদি আমাকে সাহায্য করেন তবে চির কৃতজ্ঞ থাকবো। প্লিজ শেয়ার করেন।
এক মহিলাকে রিক্সা চালিয়ে নিজের আর পরিবারের ভরন পোষণ করতে হচ্ছে এর চেয়ে আমাদের সমাজের আর লজ্জার কি হতে পারে????????????
আমরা তাঁকে একটা দোকান করে দেবার প্লান নিছি, সো প্লিজ আপনারা হেল্প করেন তাঁকে খুজে পেতে...
যারা যারা জামালপুরে আছে ( জামালপুর জেলা সদরের টিক্কাপট্টি), তাদের কাছে হাত জ্বর করে অনুরধ করছি, আপনারা তাঁকে খুজে দিন প্লিজ... আমরা আসবো, তাঁকে আমি প্রতিষ্ঠিত দেখতে চাই...
[আমার ফেসবুক আইডি তে জানানর জন্য করজোড়ে অনুরধ করছি।
আর মডারেটর কারো নজরে যদি এই ব্লগ টি চোখে পরে, তবে তাকেও অনুরধ করবে পোস্ট টি পিন করতে, অন্তত “নির্বাচিত পোস্ট” তালিকায় যেন দিন...
আমি এবং আমরা তাঁকে আসলেই সাহায্য করতে চাচ্ছি...
জামালপুর জেলা সদরের টিক্কাপট্টি বা এর আশেপাশের বা একান্তই জামালপুরের কেউ হলেই প্লিজ আপনারা তাকে খুজে দিতে না পারেন অন্তত এই পোস্ট টি সবার সাথে শেয়ার করেন যাতে তাকে আমরা খুজে পেতে পারি... যেভাবেই হক, তাকে খুজে পেতে হবেই...
সো প্লিজ প্লিজ প্লিজ প্লি..................জ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।