আমাদের কথা খুঁজে নিন

   

একান্তে আঁকিবুকী....

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ....

আমার মাঝে আমি ছাড়া কে যেন এক বাস করে, চিনিনা তারে ছায়ার মতো লেগে থাকে লাজুক হেসে লুকিয়ে পড়ে ছায়া খুঁজে ফিরি যখন, লুকিয়ে পড়ে পাছে লোকে মন্দ বলে তাই বলে, ধরি ধরি ধরি নারে পাছে লোকে মন্দ বলে! মন্দ বলে বলুক এবার তোমার আমার বুঝাপড়ার মাঝে আবার বাগড়া দেবার সাহস দেখায় দেখি কে, তোমার আমার বুঝাপড়ার অনেক দিনের হিসাব আমার তামাম হবে হবেই এবার এত্তোদিনের অমিমাংসার কীন্তু একি? বেরিয়ে এলে আমিই যে কী! তাহলে কী শুধুই আমি আমার সাথেই লুকোচুরি অন্য সবি চলছে ঠিকই আমিই শুধু আমায় হারি নিজের এমন হা-বুদ্ধি নিজেই যে তায় লাজে মরি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।