এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
এই ঘন সবুজ বনের কাছে আমার দাবী
মৃদু বায়ু প্রবাহে তোমার
দৃঢ়তা তুমি প্রদর্শন করো না
যেমন করো ঝড়ের রাতে,
তোমার শাখা প্রশাখা সমুহ যেন
অন্ধকারে মুখোশ পড়েছে
এ গুলো যেন প্রহর গুনছে
শেষ দন্ডের কাঠগড়ায়।।
আমি অন্ত্যজ কিন্তু তোমার
তিমির রাজত্ব আমি কেড়ে নেবো
অজয় হয়ে ফিরে আসবো
দিগন্ত জোড়া মাঠে অথবা প্রশস্ত রাস্তায়
যেখানে ধীর চাকাগুলো
ধুলো মাখা পথ মাড়িয়ে যায়।
আমি এগিয়ে যাব
পিছুটানে কেন ফিরবো
কোন দূর্বলতা আমার পথ রুখবে
আমাকে ছেড়ে যাবার সময়
কিভাবে তোমরা আমায় এড়াবে,
এই প্রতিক্ষার অবসান চাইবে
যদি আমি তোমাদের প্রিয় হই।
তোমরা আমাকে আবিষ্কার করবে
নতুনভাবে.........
আরও স্পষ্ট করে যদি আমি সত্যি হই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।