কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
রাতের মিষ্টতায় অবিছিন্ন গ্রাস,
স্বপ্নালোকে হাজারো তারার বাস।
দূরের দেবতা যেনো দীপ্ত দিবাকর,
কালের স্রোতে জীবন তরী বহিছে অবিনশ্বর।
কন্টকময় কন্ঠস্বর কোষ্টিক কোঠরে,
বিছিন্ন অহংকার মিষ্ট অধরে।
প্রহিত হৃদয় আজি তব পানে,
তীব্র চেতনা মনে হিংস্রতা আনে।
দৃষ্টিলঘু নয়ন এ মোর তোমার খোঁজে,
যেতে চায় মোহনায় দু-চোখ বুজে।
হতাশার অতিথি হয়ে ছুঁয়ে যাও আমায়,
চেয়ে দেখো আজ আমি কত অসহায়।
ব্যর্থ আমায় দেখে তারাদল হাসে,
রাতের নিরবতা ভেদে কোমল দীর্ঘশ্বাসে।
ভুলের ভূবন ভেদে বৈরী বাতাসে-
মন চায় ভুলে গিয়ে তৃপ্ত পিয়াসে,
ফিরে আসি ফের ফেরারী পরশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।