সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
প্রেমিক রেজাউল করিম রাজু ওরফে রাজিব গলাটিপে হত্যা করেছে শিশুকন্যা জেনিফার ইসলাম তানহাকে। তানহার মা হালিমা ইয়াসমিন তমা পুলিশের জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছেন। খিলগাঁও থানা পুলিশ তমাকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।
তমা নিজে সন্তান হত্যার কথা অস্বীকার করে পুলিশকে বলেছেন, প্রেমিক রাজিব তার অজান্তে শিশুটিকে খুন করেছে। তিনি এখন প্রেমিকের শাস্তি দাবি করছেন। পুলিশ বলছে, রিমান্ডের দ্বিতীয় দিনে তমার কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এদিকে গতকালও ঘাতক রাজিবকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তমা বলেছে, ১ আগস্ট রাতে মেয়ে জেনিফার ইসলাম তানহাকে নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাত্ করেই রাজিব ঘুমন্ত জেনিফার ইসলাম তানহার গলা টিপে ধরে। মৃত্যুযন্ত্রণায় মেয়ে যখন হাত-পা ছুড়ছিল ঠিক তখনই তমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে রাজিবের ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয় পেয়ে যায়। কি করবে বুঝে ওঠার আগেই তমার কোলে নিস্তেজ হয়ে পড়ে তানহা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তমা পুলিশকে বলেছে, ঘটনার পর রাজিব তার চোখের সামনেই বাথরুমে নিয়ে তানহার মাথার একটি অংশ ধারালো বঁটি দিয়ে কেটে ফেলে। এরপর সে জানালা দিয়ে ছুড়ে ফেলে তানহার লাশ। তমা পুলিশকে বলেছে, চোখের সামনে নিজের মেয়েকে নৃশংসভাবে খুন হতে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। এর আগে ঘটনার সময় কি করা উচিত সেই হিতাহিত জ্ঞান তার ছিল না। প্রায় ২ ঘণ্টা পর যখন তার জ্ঞান ফেরে তখন থেকেই তার প্রেমিক রাজিব নিখোঁজ।
একপর্যায়ে আবার তমা বলে, আমি বুঝতে পারি আমার মেয়ে মারা গেছে। রাজিবকে ফোন দিই। সে আসে সন্ধ্যায়। লাশ কি করব ভেবে পাইনি। রাতে রাজিব জানালা দিয়ে লাশ ফেলে দেয়।
তমা জানায়, রাজিব জেনিফারকে খুন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর ফারুক আলম বলেছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় খুব ভেবেচিন্তে তারা তদন্ত করছেন। তমার কথিত প্রেমিক রাজিবকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। রাজিবের গ্রামের বাড়ি ও তার ঘনিষ্ঠজনদের ঠিকানা পাওয়া গেছে। এসব ঠিকানা যাচাই-বাছাই চলছে।
খুব শিগগিরই রাজিবকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান। তিনি বলেন, রাজিবের মোবাইল ফোনের কললিস্ট সূত্র ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার সিপাহীবাগ এলাকায় একটি বাড়ির চারতলার কার্নিশ থেকে পুলিশ শিশুকন্যা জেনিফার ইসলাম তানহার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার মা তমাকে গ্রেফতার করা হয়।
সুত্রঃ আমারদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।